কাতারে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসব।
এনামুল হোসেন দোহা,কাতার 4TV : কাতারে এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। সম্প্রতি দোহার আবু হামর এলাকায় স্কুলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভা ও বাংলা সাহিত্যে তাদের অবিস্মরণীয় অবদান স্মরণ করা হয়।
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে ছিল তাদের জীবন ও কর্মের ওপর আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে বিশেষ অতিথি ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব আজগর হোসেন ও তৃতীয় সচিব মো. মনিরুজ্জান।
সহকারী অধ্যাপক সৈয়দা ফারজানা শারমিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আনোয়ার খুরশেদ (অব.), প্রিন্সিপাল মো. জসিম উদ্দিন, জুলফিকার আজাদ, তফসির উদ্দিন প্রমুখ।
স্কুলের ছাত্রছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রসংগীত-নজরুলগীতি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।