বরিশাল-রাজশাহী-সিলেট সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা
শেষদিনে উৎসবমুখর পরিবেশে বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নিজ নিজ নগরীর আঞ্চলিক নির্বাচন অফিসে রির্টানিং কর্মকর্তার কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন। ৩ সিটি করপোরেশনে মেয়র পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২৩ জন।
বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল নগরীর কাশিপুর এলাকায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।আর দুপুরে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি'র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এর আগে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস সহ আরো ৬ জন মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন। আর সাধারণ কাউন্সিলর পদে ১১৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রাজশাহীতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির ওয়াশিউর রহমান দোলন, গণসংহতি আন্দোলনের মুরাদ মোর্শেদসহ ৬ জন মেয়র প্রার্থী।
পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ১৭৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদিকে, সিলেট মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীসহ ৭ জন মেয়র প্রার্থী। পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
আগমি ৩০ জুলাই এই ৩ সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে।