গ্রামীনফোন সুপার স্পীড ৪জি এখন কুষ্টিয়াতে
এম এ লিংকন,মেহেরপুর 4TV
বাংলাদেশের ১ নম্বরগ্রামীনফোন সুপার স্পীড ৪জি এখন কুষ্টিয়াতে। গ্রামীণফোন সেন্টার কুষ্টিয়ায় সোমবার (০২ জুলাই) বিকেল ৫ ঘটিকার সময় বর্ণ্যাঢ্য র্যালি ও কেক কেটে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে চলছে গ্রমীনফোন সিমের মেলা। র্যালিতে স্থানীয় শতশত গ্রামীনফোনের গ্রাহক স্বঃর্তফুর্তভাবে অংশ গ্রহণ করেন। র্যালিটি বড় বাজার রাজারহাট থেকে পাচ রাস্তার মোড় (শাপলাচত্বর) ঘুরে মোয়াজ্জেম ষ্টোর এর সামনে জিপিসির অফিসে এসে শেষ হয়। কেক কেটা ও বর্নাঢ্য র্যালী ও ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধন করেন আঞ্চলিক ব্যবস্থাপক মিনহাজুল আলম। প্রসঙ্গত,কুষ্টিয়ার গ্রামীণফোনোর গ্রাহকগন এখন শক্তিশালী ফোরজি নেটওয়ার্কের আওতায়। আজ আনুষ্ঠানিক ভাবে উক্ত ফোরজি টাওয়ারের শুভ উদ্ভধোন করা হয় । এখন থেকে গ্রামীণফোনের গ্রহকগন শক্তিশালী ফোরজি ডাটা এবং পরিষ্কার ভয়েস কল উপাভোগ করতে পারবেন । আয়োজিত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রামীনফোনের সিনিয়র টেরিটরি ম্যানাজার মো: তারিকুল ইসলাম তারিক, মিরপুরের টেরিটোরি ম্যানাজার শরিফুল ইসলাম, কুমারখালি টেরিটরি ম্যানাজার কৃষনেন্দু সেন,ডিসট্রিবুসান ম্যানাজার তিতাস দাস ও রাজিব সাহা, কুষ্টিয়ার বিক্রেতাগন, গ্রামীনফোনের স্থানীয় গ্রাহক ও গন্য মান্য ব্যক্তিবর্গ ।