শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় শাস্তি দাবি করেন পাশাপাশি জাবি ও ঢাবি শিক্ষকদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানান
আব্দুস সাত্তার,সাভার 4TV
চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা ও রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে উদ্বিগ্ন অবিভাবকবৃন্দের সমাবেশে পুলিশি হামলা এবং অধ্যাপক রেহনুমা আহমেদ, ছাত্র ইউনিয়ন সাবেক সভাপতি বাকী বিল্লাহ্ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ফাহমিদুল হককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ ।
বুধবার দুপুরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুশদের সামনে থেকে শুরু করে রেজিস্টার ভবন ঘুরে পুরাতন কলা ভবনের সামনে এসে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয় ।
সমাবেশ থেকে বক্তারা, কোটা সংস্কার আন্দোলনের পক্ষের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় শাস্তি দাবি করেন পাশাপাশি জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানান।