সংবাদ সংস্থা আইনের সংশোধনী খসড়ায় চূড়ান্ত অনুমোদন
বোর্ড সদস্য সংখ্যা বারো জনের জায়গায় তের সদস্য বিশিষ্ট করে বাংলাদেশ সংবাদ সংস্থা আইনের সংশোধনী খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মূলত উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ১৯৭৯ সালের আইনটি ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত করা হয়েছে।
সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ায় অনুমোদন দেয়া হয়।
পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, মৎস্য আমদানি, বিক্রয় করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকার জরিমানার বিধান রেখে মৎস্য সঙ্গনিরোধ আইন ২০১৮ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
আইনটিতে মৎস্য সঙ্গনিরোধ একটি কর্তৃপক্ষের কথা বলা হয়েছে—এই কর্তৃপক্ষ মৎস্য আমদানি, রপ্তানি, প্যাকেজিং পর্যবেক্ষণ করবে বলে জানান সচিব।
একইসঙ্গে মৎস্যের সঙ্গে কোনো ক্ষতিকর জীবানু বয়ে নিয়ে আসে কি না— এই কর্তৃপক্ষকে পুলিশ, র্যা ব, কোস্টগার্ড, কাস্টমস, ডাক বিভাগসহ সংশ্লিষ্ট আইন শৃঙাখলা বাহিনী সহযোগিতা করবে বলে জানান তিনি।