নারায়ণগঞ্জে পুলিশের ধাওয়ায় পন্ড হয়ে গেছে ছাত্রদলের বিক্ষোভ মিছিল,আটকঃ২
নারায়ণগঞ্জে প্রতিনিধি
নারায়ণগঞ্জে পুলিশের ধাওয়ায় পন্ড হয়ে গেছে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল।পুলিশ দেখে ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারী আগেভাগেই পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টায় নগরীর চাষাড়াস্থ বিজয় স্তম্ভের সামনে এই ঘটনা ঘটে।
জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতকর্মীকে আটক করেছে পুলিশ৷ আটককৃত ছাত্রদলের কর্মীর ওমর খইয়াম এবং স্বেচ্ছাসেবক দলের কর্মীর নাম মো. সুমন৷
চাষাড়ার খাজা সুপার মার্কেটের সামনে থেকে ও সান্তনা মার্কেটের নিচ থেকে এই দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷
সকাল পৌনে ১১টার দিকে সরকারি মহিলা কলেজের সামনে থেকে মশিউর রহমান রনির নেতৃত্বে জেলা ছাত্রদলের একটি মিছিল চাষাড়া স্মৃতিস্তম্ভের সামনে আসলে পুলিশ মিছিলে ধাওয়া করে৷
এসময় অন্যান্য নেতকর্মী পালিয়ে গেলেও ওমর খইয়াম নামে জেলা ছাত্রদলের এক নেতাকর্মী খাজা মার্কেটের সামনের সড়কে হোচট খেয়ে পড়ে যায়৷ এ সময় সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন ওমরকে আটক করে পুলিশ ভ্যানে তুলেন৷ এ সময় ওমর খইয়াম নিজেকে ব্যাংক কর্মকর্তা বলে পরিচয় দিলেও কোন আইডি কার্ড দেখাতে পারে নি৷
অন্যদিকে সকাল ১০টা থেকেই জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সান্তনা মার্কেটের নিচে জড়ো হতে থাকে৷ ছাত্রদলের মিছিলে পুলিশ ধাওয়া করলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সান্তনা মার্কেট থেকে চলে যায়৷ এসময় পুলিশ সুমন নামে জেলা স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে আটক করে৷ এরপর ওমর খইয়াম ও মো. সুমনকে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়৷
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান‘তারা শহরে বিশৃঙ্খলার চেষ্টা করছিলো বলে তাঁদের আটক করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।