বেনাপোলে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-২
শহিদুল ইসলাম,বেনাপোন প্রতিনিধি 4TV
যশোর র্যাব-৬ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২শ ৪৭ পিস ইয়াবা সহ ইমরান হোসেন (২৪) ও রাজু আহম্মেদ (২১) নামে দুইজন মাদক ব্যবসায়িকে আটক করেছে। আটক ইমরান ঝিকরগাছা থানার প্রন্দপুর গ্রামে শহিদুল ইসলামের ছেলে ও রাজু আহম্মেদ বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
রবিবার (০৮ জুলাই) ভোরে বেনাপোলের বলফিল্ড এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৬ এর সদস্যরা।
র্যাব ৬ যশোর এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সোহেল পারভেজ জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে বেনাপোল পোর্ট থানার বেনাপোল বলফিল্ডের উত্তর পাশে পৌর কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে র্যাব অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ইমরান হোসেন ও রাজু আহম্মেদকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে শার্ট ও প্যান্টের পকেট থেকে ২শ ৪৭ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কোম্পানী কমান্ডার সোহেল পারভেজ ।