পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু
আহসান হাবীব-পঞ্চগড় জেলা প্রতিনিধি 4TV
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার মালিগছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত দুই নির্মাণ শ্রমিক হলেন পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকার আলাউদ্দিনের ছেলে বাবলু (২৫) ও তেঁতুলিয়া উপজেলার বকশিগছ এলাকার খয়রুল ইসলামের ছেলে মাহবুব হোসেন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক মাস আগে তেঁতুলিয়া উপজেলার মালিগছ এলাকার গমির উদ্দিনের বাড়িতে সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই সম্পন্ন করেন নির্মাণ শ্রমিকরা। আজ রবিবার দুপুরে ওই সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই কাজে ব্যবহৃত বাঁশ ও কাঠ খুলতে যান নির্মাণ শ্রমিক বাবলু ও মাহবুব। এ সময় সেপটিক ট্যাংকের মুখ খুলে নিচে নামতেই বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন বাবলু। তাকে উদ্ধার করতে নিচে নেমে মাহবুবও অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, 'হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি।'