মহিলাদের ছাগল পালনের গ্রাম পাকুড়িয়ার ।
আল-আমীন,সিনিয়র ষ্টাপ রিপোটার 4TV :
মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৮নং ধানখোলার ইউপি পাকুড়িয়া গ্রামে সংখ্যলঘু খৃস্টান সস্মপ্রদায় অধিকাংশ মহিলারা নিজের ভ্যাগের পরিবর্তন করে । ছাগল পালন করা দেখে কিছু মুসলিম পরিবারের দরিদ্র মহিলারা ছাগল পালনে আগ্রহী হয়ে উঠেছে । ঝুনু (৩৪) স্বামী মিন্টু ছালগের সংখ্যা ২৫টি,রুলি (৩৪)স্বামী মি: মথি ছাগল সংখ্যা -২০টি মি: সুকেস (৪৫) ছাগলের সংখ্যা -৩০টি,সুরধি(২৬) ছাগল সংখ্যা -২৩টি পলি (৪৫) স্বামী বিজয় মন্ডল ছাগলের সংখ্যা -২৪টি,স্বণালী (৩২)স্বামী মি: মিলা ছাগলের সংখ্যা ২৭টি,রালি(৪৫)বাবা মৃত্য-নরেণ ছাগলের সংখ্যা -২১টি,কালু মন্ডল ৬৫ বাবা মিখা মন্ডল, ) ছাগলের সংখ্যা ৪০টি, মি: দাউদ (৫০) বাবা মিষ্টি মন্ডল,ছাগলের সংখ্যা -৩৫টি, কল্পনা-৫৫) স্বামী-কালু মন্ডল, ছাগলের সংখ্যা -৪৫টি, শিখর -৩২ বাবা মি: বরেণ, ছাগলের সংখ্যা -২২টি, আগু মন্ডল-৫৫, ছাগলের সংখ্যা -২৩টি, রতন মন্ডল -৩৫,বাবা মদন মন্ডল, ছাগলের সংখ্যা -২১টি,নাজার মন্ডল,বাবা মৃত্য মিলী মন্ডল, ছাগলের সংখ্যা -২৭টি, মি: কমল-৫৫) বাবা-মৃত্য মদন , ছাগলের সংখ্যা -৩৪টি, পকা-(৪৫), ছাগলের সংখ্যা -২৮টি,বিফল –(৪০) ছাগলের সংখ্যা -৩০টি,কেবলা(৫৫) ছাগলের সংখ্যা -৪০টি,সুরোধলা-(৩২)স্বামী-ভেনু,খোকন-৪৫) বাবা- গাবু মন্ডল, ছাগলের সংখ্যা -৩৩টি,সাবিনা –(২৫) মৃত্য গাবু মন্ডল, ছাগলের সংখ্যা -২৫টি ভুতু মন্ডল-৬৫) ছাগলের পরিমাণ-৩৫টি,সেবা ৫০) স্বামী-শিবা, ছাগলের সংখ্যা -৩০টি,পিজিরা (৪৫) স্বামী-স্বত , ছাগলের সংখ্যা -২৫,মিনতা (৪৫) স্বামী মানিয়েল ছাগলের সংখ্যা -৩৩টি।এর ১টি ছাগলী আছে যার বর্তমান দাম প্রায় ৩৫ হাজার টাকা ২মাসের একটি খাসি ছাগলের বা”্চার দাম ২০ হাজার টাকা। রুপালী (৩৫)স্বামী রাজু ছাগলের সংখ্যা -১৫টি,ভেটু বিশ্বাস,বাবা ধরেন বিশ্বাস, সংখ্যা ১২টি,দানিয়েল বাবা শুদ্ধ বিশ্বাস, সংখ্যা ১৫টি,তপন মন্ডল, সংখ্যা ১২টি,সবুজ বাবা অচথীর মন্ডল, সংখ্যা ১০। ছাগল পালন কারী দানিয়েল বলেন সরকারী ভাবে আমরা কোন চিকিৎসা সেবা পায়নি গাংনী পশু সস্পদ বিভাগ থেকে, সরকারী ভাবে সেবা পেলে আরো বেশী ছাগল পালন করিতে পারতাম। রুপালী বলেন আমারা গরীব মানুষ খাশি ছাগল গুলি আগামী কোরবানী ইদে বেশী দাম পাওয়ার আশায় বুক বেধে আছি।
৮নং ধানখোলা ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন আমার ওয়ার্ডে বেশী ভাগ পরিবার ছাগল পালন করে মহিলারা অর্থনৈতিক ভাবে সচ্ছলতা মুনাফা অর্জন করেছে। মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সস্পাদক ওয়াসিম স্জ্জাদ (লিখন) বলেন বর্তমান মাননীয় প্রধান মন্ত্রীর সফলতা সুফল পাচ্ছেন পাকুড়িয়া গ্রামের হতদরিদ্র মহিলারা এবং ছাগল পালন করে নিজেদের ভ্যাগের পরিবর্তন করেছে।
মেহেরপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড সুজন বাবু বলেন আমার নিজ গ্রাম পাকুডিয়াতে গেলে ছাগল পালন দেখে খুব ভালো লাগলো।
৮নং ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান বলেন পাকুড়িয়া গ্রামে মহিলাদের ছাগল পালন দেখে আমি নিজে ছাগল পালনে আকৃত হয়েছি।