জয়পুরহাটের কালাইয়ে ১৩ মাসে বিদ্যুতের ১২ হাজার নতুন সংযোগ।
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি 4TV
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ ম্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাই পৌরসভা সহ উপজেলার পাঁচ ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতি বিনামূল্যে ১২ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র জনগোষ্ঠীর বাসা-বাড়ি ও কৃষি উন্নয়নের জন্য সেচ প্রকল্পে শতভাগ বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন। এতে কালাই-ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উদ্যোগে অল্প সময়ের মধ্যে বিনামূল্যে সরকারি খরচে আবাসিক ও সেচযন্ত্রে ১২ হাজার ৩৪টি নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বিদ্যুতের নতুন সংযোগ পেয়ে এসব গ্রাহকের জীবনযাত্রায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। যুগ যুগ অন্ধকারে থাকা দরিদ্র মানুষগুলো বিদ্যুতের আলোয় উদ্ভাসিত।
২০১৭ সালের পহেলা মে থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১৩ মাসে কালাই পৌরসভাসহ উপজেলার পাঁচ ইউনিয়নে ১২ হাজার ৩৪টি বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়। ইমামপুর গ্রামের দিনমজুর আব্দুস ছালাম জানান, দুমাস আগে তার বাড়িতে বিনামূল্যে দুটি খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। অপরদিকে ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎবঞ্চিত এলাকাগুলোতে সংযোগ দেয়ার নামে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু অসাধু কর্মকর্তা, এলাকা পরিচালক ও কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান গোপনে ব্যাপক চাঁদাবাজি করেছেন। তারা অবৈধ টাকার বিনিময়ে সরকারি নিয়ম-নীতি অমান্য করে বহু সেচযন্ত্রে সংযোগ দিয়েছেন। উদয়পুর ইউনিয়নের কাশিপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে খালেকুজ্জামান জানান, তার ডিজেলচালিত গভীর নলক‚পে বিদ্যুৎ সংযোগ নিতে প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কালাই সহকারী জেনারেল ম্যানেজার অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আরিফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ সদস্যের তত্ত্বাবধায়নে ১২ হাজার গ্রাহককে সরকারি অর্থায়নে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।