অসহায় সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এমপি ইসরাফিল আলম
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম বলেছেন, সমাজের অসহায় ভাগ্য বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতিবিদ ও প্রশাসনের কাজ। বর্তমান সরকার প্রতিবন্ধীদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর লক্ষ্যে প্রতিবন্ধী ভাতা, শিক্ষা, চাকুরিতে বিশেষ কোঠাসহ নানান কর্মসূচি গ্রহণ করার ফলে প্রতিন্ধীরা পরিবার ও সমাজের আর কোন বোঝা নয়। তাই দেশের অর্থ-সামাজিক উন্নয়নে প্রতিবন্ধীদের অংশ গ্রহণ প্রতিটি ক্ষেত্রে দিনদিন বাড়ছে। কিন্তু আর্থিক ভাবে অস্বচ্ছলতার কারণে এখনও তারা সমাজে অনেক পিছিয়ে আছে। দেশের এই বিশাল জনগোষ্ঠীকে যথাযথ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগাতে পাড়লে জাতীয় উন্নয়নে তারা আরো বেশি অবদান রাখতে পারবে। সেই জন্য প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়নে বিশ্বের রোল মডেল হিসেবে বাংলাদেশে কাজ করছেন। প্রতিবন্ধি জনগোষ্ঠিকে মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে। রবিবার সন্ধ্যায় ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের এস,আর (১%) এর অর্থায়ণে গ্রামপুলিশকে বাই-সাইকেল ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সদর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে অত্র পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁদ, পরিষদের সচিব মো: নাহিদ আখতার, ইউপি সদস্য গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, শুকুর আলী প্রমুখ। পরে প্রধান অতিথি ইসরাফিল আলম এমপি ২২ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ১০ জন গ্রামপুলিশের মাঝে বাই-সাইকেল বিতরণ করেন।