গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং বইয়ের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :
গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। জেলা প্রশাসন এ মোড়ক উন্মোচনের আয়োজন করে। রবিবার সকাল ১১টায় গোপালগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জেলা ব্র্যান্ডিং বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী প্রমুখ বক্তব্য দেন। জেলা ব্র্যান্ডিং বইয়ের কভার পৃষ্ঠায় বৃত্তাকার ভাবে 'জাতির পিতার জন্মভূমি গর্বিত গোপালগঞ্জ' এবং 'এক তর্জনীর নির্দেশ স্বাধীন হলো বাংলাদেশ' লেখা হয়েছে। সেই সঙ্গে লাল-সবুজ বৃত্তের মাঝে জাতির জনকের তর্জনী দিয়ে গোপালগঞ্জের মনোগ্রাম করা হয়েছে। বাইটিতে গোপালগঞ্জের পরিচিতি ও ঐতিহ্য তুলে ধরে হয়েছে। মনোগ্রামটি জেলার সকল সরকারি, বেসরকারি দপ্তরের দাপ্তরিক চিঠিতে ব্যবহারের অনুরোধ জানিয়েছেন অতিথিরা।