দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান।
সাজেদুল ইসলাম (দিনাজপুর)
১৭ জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ বাজার এবং দাউদপুর বাজারের ঔসধের দোকান, খাবার হোটেল এবং অটো রিক্সা, চার্জার ভ্যানের সার্স লাইটের উপর ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মশিউর রহমান।
দিনাজপুর ড্রাগ সুপার মোঃ রফিকুল ইসলামের তত্বাবধানে উপজেলার নবাবগঞ্জ বাজার ও দাউদপুর বাজারে অভিযান পরিচালনা করে ১টি হোটেল ও ৬টি ঔষধের দোকানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নোংরা পরিবেশে হোটেল ব্যবসা করার অপরাধে এবং মেয়াদ উত্তিন্ন ঔষধ দোকানে রেখে বিনা লাইসেন্সে দোকান পরিচালনার দায়ে মোট ৭ দোকানদারের ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এয়াড়াও দাউদপুর বাজারে অটো রিক্সা, চার্জার ভ্যানের সার্স লাইটের উপর বিশেষ অভিযান পরিচালনা করে সার্স লাইট ভেঙ্গে ফেলেন।
এ সময় নবাবগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মোকছেদুল মোমিন, বন কর্মকর্তা নিশিকান্ত মালাকার, নবাবগঞ্জ রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জুলজাজুল কবীর, সাংবাদিক এম এ সাজেদুল ইসলাম(সাগর) উপস্থিত ছিলেন।