গাইবান্ধা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। সভায় সচিব বন্যা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আগাম প্রস্তুতির বিষয়ে জানতে চান। এসময় স্বাস্থ্য, কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা দপ্তর, জেলা শিক্ষা দপ্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বন্যার আগাম প্রস্তুতি সংক্রান্ত তথ্যাদি তুলে ধরা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল তাঁর বক্তব্যে বন্যাকালিন সময়ের জন্য আগাম বরাদ্দ হিসেবে এ জেলার জন্য ২০০ মে. টন জিআর চাল, ৫ লাখ টাকা, ৫০০ বান্ডিল ঢেউটিন, ২ হাজার প্যাকেট শুকনো খাবার এবং বন্যা দুর্গত এলাকা থেকে মানুষ ও অন্যান্য প্রাণী উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য নৌকা তৈরী বাবদ আরো ৮ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. মহসিন আলী ও গাইবান্ধার দায়িত্ব প্রাপ্ত দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় সাংবাদিকরা গাইবান্ধার বন্যা পরিস্থিতি মোকাবেলায় সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণের জন্য সচিব মো. শাহ কামালের কাছে আবেদন জানান।