কুষ্টিয়া পৌরসভা পেয়েছে জাতীয় পরিবেশ পদক ২০১৮
সেলিম রেজা কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া পৌরসভাকে জাতীয় পরিবেশ পদক ২০১৮ প্রদান করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে “পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ” ক্যাটাগরিতে কুষ্টিয়া পৌরসভাকে এই পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পদক গ্রহণ করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী।
জানা যায়, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পরিবেশ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। এ বছরও বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক ২০১৮ প্রদান করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে “পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ” ক্যাটাগরিতে কুষ্টিয়া পৌরসভাকে জাতীয় পরিবেশ পদক ২০১৮ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পদক গ্রহণ করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের সমপরিমাণ অর্থ এবং ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি, উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি ড. মোহাম্মদ হাছান মাহমুদ এমপি ও সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী বক্তৃতা করেন।
এ পুরস্কার প্রাপ্তিতে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, কুষ্টিয়া পৌর পরিষদ ও পৌরবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানায়, যারা আজ কুষ্টিয়া পৌরসভাকে এই সম্মানে ভূর্ষিত করলেন তাদেরকে।
তিনি বলেন, আমি মনেকরি আজকের এই অর্জন মেয়র হিসেবে আমার একার নয়, এ অর্জন পৌর-পরিষদ, পৌর কর্মকর্তা-কর্মচারী এবং আমার সম্মানিত পৌরবাসীর। সকলের যৌথ প্রচেষ্টায় আজ আমাদের এই অর্জন সম্ভব হয়েছে।
উল্লেখ্য এছাড়াও গত ৬ জুন বিশ পরিবেশ দিবস ২০১৮ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রনে অবদান রাখায় পরিবেশ অধিদপ্তর খুলনা কর্তৃক কুষ্টিয়া পৌরসভাকে বিশেষ শুভেচ্ছা স্মারক এবং ১২ জুন বিভাগীয় পর্যায়ে বিদ্যুৎ খাতে অপচয়রোধ এবং নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ ব্যবহারে অবদান রাখায়। মেয়র ক্যাটাগরিতে কুষ্টিয়া পৌরসভা ১ম পুরস্কার অর্জন করেন ।