আইফোন থাকলেই আপনি ধনী
আইফোন কিংবা আইপ্যাড ব্যবহার মানুষের ধন-সম্পদের সূচক বলে দাবি করা হয়েছে নতুন এক গবেষণায়। আপনার পকেটে যদি একটি আইফোন থাকে এবং এটা নিয়ে যদি আপনি চিন্তামুক্ত থাকেন। তবে, আপনি একজন ‘উচ্চ আয়ের’ ব্যক্তি বলে দাবি ওই গবেষণা প্রতিবেদনের।
‘উচ্চ আয়’ বলতে গবেষণায় সেসব ব্যক্তিকে বোঝানো হয়েছে যারা প্রচুর টাকার মালিক এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ব্র্যান্ড ইমেজ বিবেচনায় নিয়ে পণ্য ব্যবহার করেন, বিশেষ করে আইফোনের মতো পণ্য।
শিকাগো বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্সের করা ওই গবেষণায় দেখা যায়, ৯৯৯ ডলার দিয়ে একটি আইফোন টেন কেনা অবশ্যই সম্পদের প্রাচুর্যতার প্রমাণ।
গবেষণায় দেখা গেছে, ৬৯ দশমিক ১ শতাংশ ব্যক্তি যারা ২০১৬ সালে আইফোন ব্যবহার করতেন তারা সাধারণত ‘উচ্চ আয়ের’ মানুষ।
গবেষকরা দেখেছেন, আইপ্যাড ব্যবহার করা সম্পদের প্রাচুর্যতার দ্বিতীয় সূচক। তবে এখনও প্রথম সূচক আইফোনই।