কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফে‘র নির্যাতনে বাংলাদেশী জেলের মৃত্যু
সেলিম রেজা কুষ্টিয়া প্রতিনিধি 4TV
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তের চিলমারি তেমাদিয়া গ্রামের এক জেলে ভারতীয় সীমান্ত রক্ষী বি এস এফে‘র নির্যাতনে মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী তার লাশ অনেক খোঁজা খুঁজি করে ৩ দিন পর পদ্মা নদী থেকে উদ্ধার করেছে। জানাগেছে গত ১৯জুলাই চিলমারি ইউপি’র চর বাহিরমাদী তেমাদিয়া গ্রামের নজু শেখের ছেলে আবুল কালাম(৪৯) সহ ৯/১০ জন জেলে রাজশাহী আলাই পুরের নিচে পদ্মা নদীতে মাছ ধরে বাড়ী ফেরার পথে ভুল ক্রমে ভারতীয় সিমান্তের মধ্যে চলে গেলে বি এস এফ মাছ ধরা ট্রলারটিকে নদীর মধ্যে আটকিয়ে নির্যাতন করতে থাকলে ট্রলারের সবাই নদীতে ঝাঁপদিয়ে পালিয়ে যায়। এর মধ্যে আবুল কালাম নামে এক জেলে সাঁতার না জানায় তাকে ধরে ফেলে অমানবিক নির্যাতন করে, পরে মেরে ফেলে নদীতে ফেলে দেয় বিএসএফ। তার লাশ এলাকাবাসী অনেক খোঁজা খুঁজি করে তিন দিন পর ২২ জুলাই রবিবার সকাল ৬ টায় ৮৪/১ এস পিলারের কাছে ডিগ্রীর চর ঘাটে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানা যায়।