কুষ্টিয়ার ভেড়ামারায় এক মাদক সেবীর ৬ মাসের কারাদণ্ড
সেলিম রেজা কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় জাফর আলী (১৯) নামের এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে গাজাসহ তাকে আটক করে।পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারিক ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোহেল মারুফ তাকে এ কারাদন্ড প্রদান করে।
দন্ডপ্রাপ্ত জাফর আলী ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া উত্তর ভবানীপুর এলাকার রাশেদ আলীর ছেলে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোহেল মারুফ জানান, কেবল কৈশোর পেরিয়েছে ছেলেটি। বয়স মাত্র বিশের কোঠায়। মাদকের আগ্রাসনের হাত থেকে বাঁচতে পারেনি যুবক জাফর আলী।
প্রতিদিন তার ৪শ টাকা প্রয়োজন হয় নেশা করতে। এই টাকার জন্য প্রতিনিয়ত তার পরিবারের উপর অত্যাচার চালিয়ে আসতো। টাকা না দিলে চুরিসহ নানান অপকর্মে লিপ্ত হতো সে। বুধবার পুলিশের অভিযানে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।পরে ভ্রাম্যমান আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ মতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।