জেলাগুলোতে বিশেষ আদালত গঠন করে মাদকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর
রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে মাদকবিরোধী এক কর্মশালায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরো বলেন, জঙ্গিবাদ নির্মূলের মতো এই অভিযানেও সফল হবে সরকার।
তিনি বলেন, ‘এই যে বছরের পর বছর ধরে মামলা চলে, এক পর্যায়ে গিয়ে কাগজ নাই, সাক্ষী নাই, কিচ্ছু নাই। আর তারপর বলে ইনভেস্টিগেশনের দোষে মামলা খালাস। এই পর্যায়ে আমরা আর যেতে চাই না। আমরা চাই ৬৪ জেলায় ৬৪ টি বিশেষ আদালত থাকবে। এদের সঙ্গে ৫ বছরের চুক্তি থাকবে। প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা যুদ্ধ করবো। ইনশাল্লাহ বিজয়ী হয়ে ফিরে আসবো।’