আইসিটি মামলায় আলোকচিত্রী শহীদুল আলম গ্রেফতার, ১০ দিনের রিমান্ড আবেদন
রাজধানীর রমনা থানার আইসিটি মামলায় দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (০৬ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
গতরাতে শহিদুল আলমকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার পরিবার। শহীদুলের স্ত্রী রেহনুমা আহমেদের পক্ষ থেকে জানানো হয়, রোববার (০৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে তাকে ধানমণ্ডির বাসা থেকে কোনো অভিযোগ না দেখিয়েই তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি।
পরে সোমবার বিকেলে তাকে আইসিটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে, বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করে আলোকচিত্রী শহীদুলের মুক্তির দাবি জানান তার পরিবার ও সহকর্মীরা।