জামিন পেলেন নওশাবা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হওয়া কাজী নওশা আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন।
উত্তর পশ্চিম থানার আদালতের ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা মকবুলুর রহমান বলেন, আগামী ২ অক্টোবর পর্যন্ত নওশাবাকে মেডিকেল গ্রাউন্ডে অন্তর্বতীকালীন জামিন আদেশ দিয়েছেন আদালত।
এর আগে সোমবার(২০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার জামিন নামঞ্জুর করেন আদালত।এদিন নওশাবার পক্ষে আইনজীবী এ এইচ ইমরুল কাওসার, শ্যামল কান্তি সরকারসহ প্রমুখ আইনজীবীরা জামিন আবেদন করেন।
শুনানিতে তার আইজীবীরা বলেন, নওশাবা কোনো দাগি আসামি নয়। রুদ্র নামে এক ব্যক্তি ফোন করে আসামি নওশাবার কাছে মিথ্যা তথ্য দেয়। যার কারণে তিনি আবেগাপ্লুত হয়ে ওই তথ্য থেকে ফেসবুক লাইভ করেন।
আদালতে তারা আরো বলেন, নওশাবা অসুস্থ। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এখনো তিনি অসুস্থ। এ অবস্থায় তার জামিন হওয়া প্রয়োজন। আসামির জীবন রক্ষা করুন। তা না হলে আসামির একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর জামিন না দিলে নওশাবার সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তারা। জামিন শুনানিকালে নওশাবাকে আদালতে হাজির করা হয়।
গত ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তবে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন।
এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। তারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আন্দোলনে এতে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। একাধিক স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে ৪ আগস্ট বিকেলে ফেসবুক লাইভে এসে মিথ্যা তথ্য দেওয়ায় ওই রাতেই রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়।