‘গ্রেনেড হামলার রায় হলে রাজনৈতিক সংকটে পড়বে বিএনপি’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার রায় হলে বিএনপি আবারো রাজনৈতিক সংকটে পড়বে, কারণ তারা এ হামলার সঙ্গে সরাসরি জড়িত।
শুক্রবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। এসময় আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির গাত্রদাহই প্রমাণ করে তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। তৎকালীন খালেদা জিয়া সরকার, মাস্টারমাইন্ড তারেক রহমান, এবং হাওয়া ভবনের প্ল্যান পরিকল্পনা মতেই ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ওপর হামলা করা হয়েছিল।
তিনি বলেন, ‘আজকে আমিসহ অনেকেই অর্ধপঙ্গু অবস্থায় আছেন। আজকে এই বিচার কি হবে না? তাহলে এই বিচারের কথা শুনে কেন তাদের গাত্রদাহ হচ্ছে? কেননা তারা এই হামলার সঙ্গে তারা জড়িত। তাদের পরিকল্পনা নির্দেশনা তাদের ভাড়া করা কিলার এবং এজেন্টরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে, হাওয়া ভবনের সরাসরি পরিকল্পনা ও নির্দেশনায় সেদিন ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এখন এই মামলার রায় হচ্ছে, এজন্য সবাই খুশি। বিএনপি কেবল অখুশি। সেপ্টেম্বরে রায় হওয়ার একটা সম্ভাবনা আছে। এ কথা শুনে বিএনপি চিন্তিত। তারা জড়িত বলে তাদের এই গাত্রদাহ। কারণ রায় বের হলে তারা নতুন করে সংকটে পড়বে। তারা এমনিতেই সংকটে রয়েছে’।
নির্বাচন প্রতিহতে বিএনপির বক্তব্যের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, তারা কি প্রতিহত করবে। তারা নির্বাচন প্রতিহত করতে চাইলে জনগণ তাদের প্রতিহত করবে।
ফুল দেয়া শেষে আইভী রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার রায় হলে বিএনপি আবারও রাজনৈতিক সংকটে পড়বে, কারণ তারা এ হামলার সঙ্গে সরাসরি জড়িত।