‘তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বিলুপ্ত হয়ে যাবে’
ডিজিটাল নিরাপত্তা আইন পাস হলে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বিলুপ্ত হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইন কোনো মানুষের অধিকার হরণ নয় বরং অপরাধ দমন করে ডিজিটাল মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন তিনি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ার সাথে ৫৭ ধারা বিলুপ্ত হবে। এর ফলে এ ধারা প্রয়োগের কোনো সুযোগ থাকবে না। ডিজিটাল নিরাপত্তা আইন বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা, সাংবিধানিক স্বাধীনতা এর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।’