ঢাকার ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
ঢাকার ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় শিক্ষক হাসনা হেনার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) একটি টিম তাকে তাকে গ্রেপ্তার করে।
পল্টন থানায় অরিত্রীর বাবা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার যে মামলা দায়ের করেছেন, সেই মামলার তিন নম্বর আসামী হাসনা হেনা।
আদালতের হাজত খানার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারের পর হেনা পুলিশকে বলেছেন, এ ঘটনায় তার কোনো দায় নেই। তার কাজ হলো কোনো মেয়ে যদি ঝামেলা করে তাহলে তার বাবা-মাকে নিয়ে প্রিন্সিপালের কাছে দাঁড় করানো। তিনি শুধু সেটাই করেছেন। অরিত্রীর বাবা-মায়ের সাথে তার কোনো কথাই হয়নি।