একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত তিনজনের প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
পৃথক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় তাদের প্রার্থিতা স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এছাড়া মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবীরের প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট। তার পরিবর্তে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল হামিদ ডাবলুকে ধানের শীষ প্রতীক দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে প্রার্থিতা স্থগিত হওয়া বিএনপির ওই তিন প্রার্থী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছিল নির্বাচন কমিশন। পরে কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে তাদের প্রার্থিতা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট।