প্রস্তুত জেলেরা , মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠছে আজ
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) শেষ হচ্ছে দেশের ৬টি অভায়াশ্রমে মাছ শিকারের ওপর ২ মাসের নিষেধাজ্ঞা। আগামীকাল থেকে নৌকা নিয়ে মাছ শিকারে নেমে পড়বেন জেলেরা। এরই মধ্যে জাল-দড়ি মেরামত করে প্রস্তুতি সম্পন্ন করেছেন তাদের। তাদের আশা, ইলিশ ধরা পড়লে ফিরবে সংসারের সচ্ছলতা। মৎস্য বিজ্ঞানীরা বলছেন, নিষেধাজ্ঞা মানার কারণে ভরা মৌসুমে পর্যাপ্ত ইলিশ পাবেন জেলেরা।
বরিশাল
ইলিশ ধরতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল-দড়ি গুছিয়ে নদীর তীরে অবস্থান নিয়েছেন বরিশালের জেলেরা। নিষেধাজ্ঞা কাটিয়ে ২ মাস পর ফিরতে শুরু করেছে তাদের কর্মচঞ্চলতা। চোখ জোড়া স্বপ্ন নিয়ে নামবেন ইলিশ শিকারে।
চাঁদপুর
ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের জেলেরা। গুছিয়ে নিচ্ছেন ইলিশ শিকারের ফাঁদ। অবরোধ উঠে যাচ্ছে তাই নতুন উদ্দীপনা নিয়ে নদীতে নামতে তাদের এই প্রস্তুতি। পর্যাপ্ত মাছ ধরা পড়লে পূরণ হবে তাদের প্রত্যাশা।
চাঁদপুর
ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের জেলেরা। গুছিয়ে নিচ্ছেন ইলিশ শিকারের ফাঁদ। অবরোধ উঠে যাচ্ছে তাই নতুন উদ্দীপনা নিয়ে নদীতে নামতে তাদের এই প্রস্তুতি। পর্যাপ্ত মাছ ধরা পড়লে পূরণ হবে তাদের প্রত্যাশা।
ভোলা
ভোলায় নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে শতাধিক মাছ ধরা নৌকা। দীর্ঘ ২ মাস অলস বসে থাকার পর আবারো নদীতে নামবেন তারা। ঋণ দেনা করে চালানো সংসারে আবারো সচ্ছলতা ফিরবে বলে প্রত্যাশা জেলে পল্লির বাসিন্দাদের।
শরীয়তপুর
অবরোধ উঠে যাওয়ায় স্বস্তি ফিরেছে শরীয়তপুরের জেলে পল্লিতে। প্রতীক্ষার সময় শেষ হওয়ায় খুশি জেলেরা। তাদের প্রত্যাশা, আশানুরূপ ইলিশ শিকার করে অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা।
পটুয়াখালী
পটুয়াখালীতেও শেষমুহুর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। জাল নিয়ে মাছ শিকারে প্রতীক্ষায় নদীর তীরে অপেক্ষা করছেন তারা।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ৬টি অভায়াশ্রমে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় জেলেদের পরিবার প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেয়া হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ নিষেধাজ্ঞা দেয় সরকার।
শরীয়তপুর
অবরোধ উঠে যাওয়ায় স্বস্তি ফিরেছে শরীয়তপুরের জেলে পল্লিতে। প্রতীক্ষার সময় শেষ হওয়ায় খুশি জেলেরা। তাদের প্রত্যাশা, আশানুরূপ ইলিশ শিকার করে অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা।
পটুয়াখালী
পটুয়াখালীতেও শেষমুহুর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। জাল নিয়ে মাছ শিকারে প্রতীক্ষায় নদীর তীরে অপেক্ষা করছেন তারা।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ৬টি অভায়াশ্রমে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় জেলেদের পরিবার প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেয়া হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ নিষেধাজ্ঞা দেয় সরকার।