নুসরাত রাফি হত্যা মামলায় ১৬ জনকে আসামি করে চার্জশিট দেয়া হবে : পিবিআই।
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত রাফি হত্যা মামলায় ১৬ জনকে আসামি করে আগামীকাল চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে মামলার তদন্ত সংস্থা পিবিআই। মঙ্গলবার (২৮ মে) দুপুরে পিবিআই সদর দফতরে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান জানান, ১৬ অভিযুক্তের মধ্যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলায় সব আসামির সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করা যাবে বলে আশা পিবিআইয়ের।
প্রায় দেড় মাস তদন্তের পর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি হত্যা রহস্য পুরো পরিষ্কার বলে দাবি করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ সময়ের মধ্যে ঘটনার দিন ঠিক কী ঘটেছিল তার খুটিনাটি চিত্র আঁকতে গিয়ে নানা রোমহর্ষক বিবরণ পেয়েছেন তারা।
পিবিআই জানাচ্ছে, রাফি হত্যা মিশনে অংশ নেয়ার পর তার ৩ সহপাঠি যথারীতি পরীক্ষায় অংশ নিয়েছিল। বোনের নিরাপত্তার কথা ভেবে নোমান বন্ধু হাফেজ কাদেরকে দায়িত্ব দিয়েছিল রাফিকে পরীক্ষা হলে পৌঁছে দিতে। তদন্তে সেই বন্ধুর মৃত্যুদণ্ড হওয়ার মত অপরাধের প্রমাণ পেয়েছে পিবিআই। মামলার আরেক আসামি নূর রাফির গায়ে আগুন দিতে এবং পরে পানি ঢালতে ছিল সমান তৎপর।
পিবিআই আরো জানাচ্ছে মাদ্রাসাকে কেন্দ্র গড়ে ওঠা স্বার্থ রক্ষায় চক্রটি রাফিকে হত্যা করে। মামলার ১৬ আসামির সবার মৃত্যুদণ্ড চেয়ে বুধবার অভিযোগপত্র দেয়া হবে।
পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, 'ওই মাদ্রাসার অবস্থা ভয়াবহ। ছাত্রীদের সেখানে নির্যাতন করা হতো। সেই ক্ষমতা যাতে হাতছাড়া না হয় সে কারণে নুসরাতকে হত্যা করা হয়েছে। এই মেয়েটিকে তারা বশে আনতে পারছিলো না।'
ফেনীর সোনাগাজীর মাদ্রাসায় নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার পর দেশজুড়ে আলোচনার ঝড় উঠলে ১০ এপ্রিল মামলার তদন্তভার দেয়া হয় পিবিআইকে।