ঘুমন্ত আসামিকে কারাগারে ইটের আঘাতে হত্যা
চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি অমিত মুহুরীকে ঘুমন্ত অবস্থায় মাথায় ইটের টুকরো দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে তাকে আঘাত করা হয়েছে কিংবা সেলের ভেতর ইট কিভাবে আসল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়।
অন্যদিকে, ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। বৃহস্পতিবার(৩০ মে) সকাল থেকেই ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি ও পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দাগী আসামিদের রাখা ৩২ নাম্বার সেলে থাকতেন হত্যা মামলার আসামি অমিত মুহুরী। ঘটনার দিন তার সাথে ছিল বেলাল ও রিপন নাথ নামে অপর দুই আসামি। রাতে খাত্তয়া শেষ করে শোয়ার পর ঘুমিয়ে পড়ে অমিত মুহুরী। হঠাৎ করেই রিপন অমিত মুহুরীকে ঘুমন্ত অবস্থায় মাথায় ইটের টুকরো দিয়ে আঘাত করে।
বুধবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রতিপক্ষের হামলায় নিহত হয় অমিত মুহুরী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, মাদকসহ ১৫টি মামলা ছিল।
সিএমপি উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, সবকিছু মাথায় রেখেই তদন্ত কাজ শুরু করেছি। অচিরেই হয়তো ঘটনার আসল রহস্য উদঘাটন করতে পারবো।
রিপন নাথকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। সব কিছু মাথায় রেখে তদন্ত চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কর্মকর্তা মাশুহুদুল কবির।