নোয়াখালীতে ভুয়া চিকিৎসককে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে এক ভুয়া চিকিৎসককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে জেলার ৪ নং আমলী আদালতের বিচারিক হাকিম উজমা শুকরানা এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার মধ্যম মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে মোহাম্মদ উল্যা মামুন (৫৫) বুধবার একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আবেদনে তিনি নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দেন।
শুনানী চলাকালে মামুনের পরিচয় নিয়ে বিচারকের সন্দেহ হলে আদালত চলাকালে তাকে ডাক্তাররি পাশের সনদ দাখিল করার জন্যে আদেশ দেয়া হয়। কিন্তু মামুন চিকিৎসক হিসেবে কোন কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।