নাটকীয় শুনানি শেষে মিন্নির জামিন বিষয়ে আদেশ বৃহস্পতিবার
বরগুনার রিফাত হত্যাকাণ্ডের অন্যতম আসামি মিন্নির জামিনের জন্য লড়লেন অর্ধ শতাধিক আইনজীবী। নাটকীয় শুনানি শেষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রায়ের দিন ধার্য করেন আদালত।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রিফাত হত্যার আগে ও পরে ১৫ বার নয়ন বন্ডের সঙ্গে কথা বলেছেন মিন্নি। আর আসামিপক্ষের আইনজীবীর মতে, ঘটনা যাই হোক জামিন পেতে আইনগত বাধা নেই।
বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া মিন্নির জামিন শুনানি ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান হত্যার পরিকল্পনাকারী মিন্নি হামলার আগে ও পরে মূল আসামি নয়ন বন্ডের সঙ্গে ১৫ বার কথা বলেন।
এদিকে মিন্নির আইনজীবী বলছেন, ঘটনা যাই হোক জামিন পাওয়ার অধিকার রয়েছে।
মামলার সব কাগজপত্র নিয়ে আদালতে হাজির হয়ে তদন্ত কর্মকর্তা জানান, তদন্ত শেষ পর্যায়ে।
মিন্নির পক্ষে জামিন শুনানিতে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক আইনজীবী। প্রায় এক ঘণ্টার বেশি শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেছেন উচ্চ আদালত।