গাংনীতে সরকারি নির্দেশ ভঙ্গের অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫জন ব্যবসায়ীর জরিমানা
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে সরকারি নির্দেশ ভঙ্গের অপরাধেও জনসমাগম বন্ধের বিষয়ে ভ্রাম্যমান আদালত ৫জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ বুধবার দুপুরে গাংনী থানা পুলিশ সদস্যদের সহায়তায় গাংনী উপজেলা নির্বাহী অফির্সার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান।গাংনী উপজেলার বিভিন্ন বাজারে বাইরে থেকে বন্ধ দরজা কিন্তু ভিতরে চলছে জমজমাট ব্যবসা করার অপরাধে জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।
আদালত সূত্র জানা গেছে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারা এবং পরিবেশ আইনে এ দন্ডাদেশ দেন। উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। করোনা মহামারী মোকাবেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনরায় সতর্কীকরণের লক্ষে এ আদেশ দেন।