হাসপাতাল-পালানো আসামি মিন্টু হ্যান্ডকাফসহ রাস্তায় ঘুরছিলেন
মিডফোর্ড হাসাপতাল থেকে পালিয়ে যাওয়া আসামি মিন্টু মিয়াকে আবারো গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাকে বাবুবাজার ব্রিজের নিচ থেকে গ্রেফতার করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। আসামি মিন্টু মিয়া বাবুবাজার ব্রিজের নিচে হ্যান্ডকাফসহ রাস্তায় ঘোরাঘুরি করছিলো।
এর আগে শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে ভোর সাড়ে চারটার দিকে আসামি মিন্টু মিয়া পালিয়ে যান।
পলাতক কয়েদি মিন্টু মিয়া টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদকদ্রব্য বিষয়ক মামলার আসামি। চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছিলো। সেখান থেকে শুক্রবার রাতে তাকে হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (২৯ আগস্ট) ভোরে তাকে বেডে দেখতে না পেয়ে পুলিশকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
কারারক্ষী সঙ্গে থাকার পরও কিভাবে হাসপাতাল থেকে কয়েদি পালিয়ে গেলো তা খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি নিজের তৈরি করা মই দিয়ে কারাফটক পার হয়ে পালিয়ে যায়। পরে ওই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। এখনো ওই আসামির সন্ধান পায়নি পুলিশ।