বিতর্কিত ওয়েব সিরিজ: সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল
বিতর্কিত ওয়েব সিরিজ নিয়ে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এ সময় একটি রেগুলেশন কেন তৈরি করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে সংক্রান্ত রুলও জারি করা হয়।
রুলে আইজিপি সহ ৮ জনকে বিবাদী করা হয়েছে। পুলিশের আইজিকে আগের নির্দেশ অর্থাৎ দেশে যারা এ ধরনের কনটেন্ট তৈরি করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে জানাতে আরো ৪ সপ্তাহের সময় দিয়েছে হাইকোর্ট।