চট্টগ্রামে পরিবেশ আইনে দায়ের হওয়া মামলার তদন্তে দীর্ঘসূত্রতা
চট্টগ্রাম বিভাগে পরিবেশ আইনে দায়ের হওয়া ১৮৭ টি মামলার তদন্তের কাজ দীর্ঘদিনেও শেষ করতে পারেনি পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে একযুগ আগের মামলাও রয়েছে। তদন্তে এতো দীর্ঘ সময়ের কারণে পরিবেশ দূষণ ও ধ্বংসের এসব মামলার অনেকগুলোর আলামত নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করেছেন আইনজীবীরা। পাশাপাশি মামলা তদন্তে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অদক্ষতার অভিযোগও করছেন তারা। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি জনবল সংকটের কারণে তদন্ত শেষ করতে তাদের সময় লাগছে।
পরিবেশ সংরক্ষণ আইনে দায়ের হওয়া মামলার বিচারের জন্য চট্টগ্রামে বিভাগীয় পরিবেশ আদালতের যাত্রা শুরু হয় ২০০২ সালে। এ আদালতে বিচার হয় ১১ জেলার পরিবেশ সংক্রান্ত মামলাগুলোর।
তবে পরিবেশ রক্ষায় বিচার কার্যক্রম যেভাবে গতিশীল হওয়ার কথা সেভাবে কাজ করতে পারছে না আদালত। আইনজীবীদের অভিযোগ, আইন অনুসারে মামলা তদন্তের দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের হলেও তারা র্দীঘদিন ধরে বিভিন্ন মামলার প্রতিবেদন দিচ্ছেনা।
বর্তমানে এই আদালতে ২৩৪ টি মামলা রয়েছে। যার মধ্যে ৪৭টির বিচার কাজ চললেও এখন পর্যন্ত ১৮৭টির তদন্ত প্রতিবেদন দেয়নি পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে ২০০৫ সালের মামলাও রয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে তদন্ত না হওয়ায় পরিবেশ সংশ্লিষ্ট এসব মামলার অনেক গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হচ্ছে বলে মনে করছেন একজন সিনিয়র আইনজীবী।
তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, জনবলসংকট ও একাধিক দায়িত্বের কারণে তাদের তদন্ত কাজ শেষ করতে সময় লাগছে। পরিবেশ আইনের মামলার তদন্ত দ্রুত শেষ করতে, নির্দিষ্ট সময় বেধে দেওয়ার বিষয়টি আইনে সংযোজন করা প্রয়োজন বলে মত সংশ্লষ্টদের।