বুড়িগঙ্গার পর এবার ধলেশ্বরী দূষিত করছে ট্যানারি: আপিল বিভাগ
বুড়িগঙ্গার পর এবার সাভারের ধলেশ্বরী দূষিত করছে ট্যানারির বর্জ্য। এমন মন্তব্য করেছেন আপিল বিভাগ। রাজধানীর হাজারীবাগ ট্যানারিতে গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন করার কাজ আনুষ্ঠানিকভাবে শেষ করার বিষয়ে, পরিবেশ অধিপ্তরের প্রতিবেদন পাওয়ার পর আদালত এই মন্তব্য করেন। তবে ট্যানারি মালিকদের যে ৩০ কোটি টাকা জরিমানা করা হয়েছিল, তা মওকুফ করা হয়েছে। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে সাভারের ট্যানারি এলাকায় গ্যাস বিদ্যুৎ সংযোগ দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ি পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে, গত ৮ এপ্রিল হাজারীবাগের ট্যানারীগুলোতে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সংশ্লিষ্ট বিভাগ। এতে সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে ট্যানারিগুলোতে। তাই, রোববার সকালে হাজারীবাগে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাদের অভিযোগ, ট্যানারির নিত্যদিনের স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় তাদের জীবন-জীবিকা হুমকির মুখে।
এদিকে, আদালত অবমাননার দায়ে ট্যানারি মালিকদের যে ৩০ কোটি টাকা জরিমানা করা হয়েছিল, তা মওকুফ করে দিয়েছেন আপিল বিভাগ। তবে, আগামী ১৫ দিনের মধ্যে শ্রম মন্ত্রণালয়ে ৫০ হাজার টাকা কোরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। যা খরচ হবে, ট্যানারি শ্রমিকদের কল্যাণে।
তবে, সাভারেও অনেক ট্যানারির অপরিশোধিত বর্জ্য সরাসরি পড়ছে, ধলেশ্বরীতে। যা বুড়িগঙ্গার মতোই নদীটিকে দূষিত করছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন আদালত। এছাড়া, আগামী ১৫ দিনের মধ্যে সাভারের ট্যানারি এলাকায়, গ্যাস বিদ্যুৎ সংযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।