তাহমিদের খালাসের রায় পর্যালোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় পুলিশকে তদন্তে তথ্য না দেয়ার মামলায় খালাস পাওয়া তাহমিদ হাসিব খানের রায় পর্যালোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
সাক্ষ্য-প্রমাণে তাহমিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত খালাস দিয়েছেন জানিয়ে রাষ্ট্রপক্ষ বলেছে, যৌক্তিক মনে করলে তারা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন।
গত বছর ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় বিদেশী নাগরিকসহ ২০ জন নিহত হওয়ার পর সকালে সেখান থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্র তাহমিদ।
৩ আগস্ট সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় তাহমিদকে গ্রেফতার করা হলেও দুই মাস পর ২ অক্টোবর তাকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেয়া হয়। তবে পুলিশকে অসহযোগিতা ও তথ্য দিতে অস্বীকৃতির অভিযোগে ‘নন এফআইআর’ মামলা হয় তাহমিদের বিরুদ্ধে। রোববার ওই মামলার রায়ে তাহমিদকে খালাস দিয়েছেন সিএমএম আদালত।
তাহমিদের সঙ্গে গ্রেফতার বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হাসনাত করিম হলি আর্টিজানের মূল মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আছে। ১৮ এপ্রিল ওই মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা আছে।
গত বছরের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওইদিনের জঙ্গি হামলায় পুলিশের দুইজন শীর্ষ কর্মকর্তা, ৬ হামলাকারীসহ ২৮ জন নিহত হন।