জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী
এম এম ময়নুল ইসলাম Channel 4TV :
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম) : সরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে তিনি বলেন চট্টগ্রামের বর্তমানের সার্বিক পরিস্থিতি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রনে। সেই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের প্রতিবেদক চট্টগ্রাম নগরীর বন্দর থানার বর্তমান কার্যক্রমের উপর বিশেষ প্রতিবেদনের জন্য সাক্ষাৎকালীন সময়ে বন্দর থানার অফিসার ইনচার্য এম এম ময়নুল ইসলামের সাথে আলাপকালে অফিসার ইনচার্য জানায়, মাননীয় সরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের সাথে আমি সম্পূর্ন একমত রয়েছি। তিনি তার আলাপে প্রথমেই সরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ পুলিশের মহাপরিচালকের পরিচালনায় সিএমপি কমিশনার ইকবাল বাহার স্যারের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বর্তমানে সিএমপির নিয়ন্ত্রিত প্রত্যেকটি এলাকা আমাদের সকল কর্তব্যরত অফিসারের প্রচেস্টায় আমরা বর্তমানের সকল পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হয়েছি। মাননীয় প্রধান মন্ত্রীর জঙ্গি, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ রয়েছে, তারই ধারাবাহিকতায় আমাদের সিএমপি কমিশনার স্যারের নির্দেশে আমরা আমাদের সর্বোচ্চ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চট্টগ্রামের ১১ আসনের সাংসদ এম এ লতিফ সাহেবের সহযোগীতাও পাচ্ছি। আমাদের কার্যক্রমের মধ্যে বন্দর থানা এলাকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতার জন্য সপ্তাহে একদিন জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে একটি সেমিনারের আয়োজনের মাধ্যমে তাদেরকে উক্ত বিষয়ে ধারনা দেওয়ার ব্যস্থা রয়েছে এবং প্রত্যেকটি ওর্য়াডে সমাজের সচেতন নাগরিকদের নিয়েও উক্ত বিষয়ে সভা সেমিনারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রকৃতপক্ষে আমার বন্দর থানা এলাকার মধ্যে যে কোন সময় আমাদের কাছে তথ্য আসার পর পরই আমরা এই ধরনের সমাজ বিরোধী লোকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমি অত্র থানায় গত ২০১৬ সালের ৪ডিসেম্ভর থেকে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু পূর্বের তুলনায় অত্র থানার বর্তমান পরিস্থিতি অনেক নিয়ন্ত্রনে রয়েছে। তাই আমি গনমাধ্যমের সুফলে বলতে চাই জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার কর্তব্য থেকে একটুও পিছু হটবো না।