মানবতাবিরোধী অপরাধ: গাইবান্ধার ৬ জনের রায় যেকোন দিন
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার সাবেক এমপি আব্দুল আজিজসহ ছয় জনের বিরুদ্ধে করা মামলায় যে কোন দিন রায় ঘোষণা করা হবে।
উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রেখে মঙ্গলবার এ আদেশ দেন।
আব্দুল আজিজ ছাড়া এই মামলায় অন্যান্য আসামিরা হলেন, মো: রুহুল আমিন ওরফে মঞ্জু, মো: আব্দুল লতিফ, আবু মুসলিম মোহাম্মদ আলী, মো: নাজমুল হুদা ও মো: আব্দুর রহিম মিঞা।
ছয় আসামির মধ্যে মো. আব্দুল লতিফ কারাগারে আছেন।অপর পাঁচ আসামি পলাতক রয়েছেন।
২০১৫ সালের ২৭ ডিসেম্বর আসামীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ওই বছরের ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।