দৃষ্টান্ত রেখে চলেছে সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমি হাজারটা উদাহরণ দিতে পারি যে, দৃষ্টান্ত রেখে চলেছে আমাদের সুপ্রিম কোর্ট’।
সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানিতে প্রধান বিচারপতি একথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলা সারা পৃথিবীতে চাঞ্চল্যের সৃষ্টি করলো। সারা দেশের মানুষ একটা ন্যায় বিচারের প্রত্যাশা করলো। এই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ওই মামলার জট খুলে গেল।
এছাড়া আমি যদি হাজারীবাগের ট্যানারির কথা বলি তাহলে এই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ট্যানারি স্থানন্তারিত হয়েছে। এই শহর দূষণের হাত থেকে রক্ষা পেল গুলশান, বাড়িধারা লেক। আর শীতলক্ষা, বুড়িগঙ্গা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রক্ষা পেয়েছে।
প্রধান বিচারপতি আরও বলেন, এই সুপ্রিম কোর্ট দেশের জনগণের স্বার্থে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সব সময় পদক্ষেপ নিয়েছে।