বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বাম্ভরপুর উপজেলায় বিভিন্ন হাট-বাজারে ভ্রামমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা উপজেলার পলাশ বাজার,ভাগবের বাজার,চালবন্দ বাজার,মুত্তুরকান্দি বাজারে ভ্রামমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি অপরিস্কার,অপরিচ্ছন পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রিয় ও মেয়াদ উত্তিন বিভিন্ন পন্য রাখার দায়ে ৪টি দোকান কে জরিমানা ৩হাজার টাকা জরিমানা করেন। ৪টি দোকানের মধ্যে ১হাজার টাকা করে ২টি দোকান ও ৫শত টাকা করে ২টি দোকান কে মোট ৩হাজার জরিমানা করেন। এর পর তিনি উপজেলার সলুকাবাদ ইউপির মৌয়ারকুড়া এলাকা অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে মালিক বিহীন ১টি বোমা মেশিন ধংস করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমি গুরুত্ব সহকারে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৪টি দোকান কে জরিমানা করেছি। এছাড়াও অভিযানের সময় প্রতিটি দোকান মালিক কে সর্তক করে দিয়েছি তারা যেন সকল প্রকার খাদ্য সামগ্রী সঠিক ভাবে বাজারে বিক্রয় করে। অন্যতায় তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।