ধর্ষণে অভিযুক্ত ইভান অভিযোগ স্বীকার করেছে: র্যাব
রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে এনে তরুণী ধর্ষণ মামলার আসামী বাহাউদ্দিন ইভান ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে ব্রিফিংয়ে জানিয়েছে র্যাব। শুক্রবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে র্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান একথা জানান।
বৃহস্পতিবার বিকেলে ইভানকে নারায়ণঞ্জের মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের শিকার তরুণীর মেডিকেল পরীক্ষা বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়। বুধবার বানানী থানায় অভিযোগ দায়েরের পর সকালে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে আনা হয় তাকে। সেখানে ৫ সদস্যের মেডিকেল টিমের অধীনে তার মেডিকেল পরীক্ষা হয়।
নারী ও শিশু নির্যাতন আইনের মামলাটি তদন্ত করছে পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাহাউদ্দিন ইভান বনানীর হার্ডওয়ার ব্যবসায়ী বোরহানউদ্দিন বেলালের ছেলে। তাদের ন্যাম ভিলেজের বাসার সিসি ক্যামেরার ফুটেজ ও গেষ্ট রেজিষ্ট্রার জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বনানীর ন্যাম ভিলেজের ফ্ল্যাটে ডেকে এনে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়। মুখ খুললে ধর্ষণ দৃশ্য ইন্টারনেটে প্রকাশের হুমকি দিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাকে বাসা থেকে বের করে দেয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ তার দুই বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ এবং গাড়িচালক ও দেহরক্ষীর বিরুদ্ধে মামলা করা হয়।
ওই ঘটনার মামলা চলার মধ্যেই আবারো ওই এলাকায় একই কায়দায় ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠল।