মানবদেহে অঙ্গ-প্রতঙ্গ সংযোজন আইন-২০১৭ খসড়ায় অনুমোদন
মানবদেহের অঙ্গ-প্রতঙ্গ সংযোজন আইন-২০১৭ এর খসড়ায় চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এর ফলে কোনো হাসপাতাল সরকারের অনুমোদন ছাড়া অঙ্গ সংযোজন করতে পারবে না।
আইন পাসের ৬০ দিনের মধ্যে অনুমতির জন্য আবেদন করতে হবে বলে জানান তিনি।
এছাড়া আইন না মানলে দণ্ডিত চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।