বিচার বিভাগের স্বার্থে প্রয়োজনে আরো কথা হবে: প্রধান বিচারপতি
বিচার বিভাগের উন্নয়নের স্বার্থে প্রয়োজনে আরো কথা বলা হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
কোনো ধরনের ছাড় দেয়া হবে না— বিভিন্ন সেক্টরে উন্নয়ন করা হলেও বিচার বিভাগে তেমন উন্নয়ন করা হয়নি বলে প্রধান বিচারপতি অভিযোগ করেন।
তিনি বলেন, দেশে মামলার অনুপাতে বিচারক নিয়োগ না দেয়ার কারণে মামলা জট কমানো সম্ভব হচ্ছে না।
শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপিল বিভাগের সদ্য অবসরে যাওয়া বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি তার বক্তব্যে, বিচার বিভাগের উন্নয়ন না হওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, নির্বাহী বিভাগ রাজনৈতিক বক্তব্য মনে করলেও বিচার বিভাগের প্রয়োজনে কথা বলতে দ্বিধা করবেন না।
দেশে বিভিন্ন সেক্টরে উন্নয়ন হলেও বিচার বিভাগে এর প্রভাব কম পড়েছে বলে জানান প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের মূল ভবন ভঙ্গুর অবস্থায় বলেও এসময় জানান তিনি।
অনুষ্ঠানে, আপিল বিভাগের প্রথম নারী হিসেবে বিচারপতি নাজমুন আরা সুলতানাকে বিচার বিভাগের ইতিহাসের অংশ উল্লেখ করে তাকে অনুসরণের আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক।