আশিয়ান সিটি প্রকল্প অবৈধ, হাইকোর্টের রায় আপিলে বহাল
রাজধানীর উত্তরায় আশিয়ান সিটি আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।
আদেশে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা রিভিউয়ের রায় স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে আশিয়ান সিটির বিষয়ে হাইকোর্টের রিভিউ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ করেছে আদালত।
আদালতে আশিয়ান সিটির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী।
রিটকারী সংগঠনগুলের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন ও আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রসঙ্গত: ২০১৪ সালের ১৬ জানুয়ারি আশিয়ান সিটির আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে আশিয়ান সিটি কর্তৃপক্ষ।