এসিল্যাডের নেতৃত্বে জয়পুরহাটে ভ্রাম্যমান আদালত পরিচালিত-জাটকা ইলিশ আটক।
মো:নাহিদ আখতার:জয়পুরহাট:- সহকারী কমিশনার(ভুমি)এর নেতৃত্বে জয়পুরহাট শহরের অস্থায়ী বউ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
আজ ১১ সেপ্টেম্বর রবিবার রাত ১১ টায় জয়পুরহাট রেল স্টেশন সংলগ্ন অস্থায়ী বউ বাজারে সহকারী কমিশনার(ভুমি),জয়পুরহাট মো: ওয়ারেশএর নেতৃত্বে এক ভ্রামমান আদালত পরিচালিত হয়। এ সময় বাজারের এক মাছ ব্যবসায়ীর নিকট থেকে বিক্রি নিষিদ্ধ প্রায় আধামন জাটকা ইলিশ আটক করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা (জয়পুরহাট মৎস অফিস)আবু মো:আছাদুজ্জামান,মাসুদুল আলম,জয়পুরহাট সদর থানার সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম,স্থানীয় সংবাদকর্মী প্রমুখ।
সহকারী কমিশনার(ভুমি) মোঃ ওয়ারেশ জানান -জাটকা ইলিশ বিক্রি,ওজনে কম দেওয়া সহ বেশ কিছু মৌখিক অভিযোগ ও নিয়মিত বাজার পরির্শনের অংশ হিসাবে আজকের এই অভিযান।অভিযান শেষে মোঃ ওয়ারেশ-ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং এ সম্পর্কে কিছু গুরুত্বপুর্ন তথ্য ও আইন সম্পর্কে উপস্থিত ক্রেতা,বিক্রেতা গনকে অবহিত করেন।
আটককৃত জাটকা ইলিশ স্থানীয় সাংবাদিক,গন্যমান্য ব্যক্তিগনের উপস্থিতিতে এবং সহকারী কমিশনার(ভুমি) এর নির্দেশে জয়পুরহাট জেলার পুরানাপৌল ইউনিয়নের পুরানাপুল এতিম খানায় দান করা হয়।
এ অভিযানে জাটকা ইলিশ আটক করা হলেও কোন বিক্রেতার বিরুদ্ধে থানায় কোন মামলা হয়নি বলে জানান-সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম।