রোহিঙ্গারা যাতে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা যাতে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর তেজগাঁয় বুধবার একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন শেষে রোহিঙ্গা সমস্যা নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, মানবিক দিক বিবেচনা করে সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা জোরদারে চেষ্টা করছে। এ বিষয়টি সরকারকে ভাবিয়ে তুলেছে।
লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গারা যেন সারাদেশে ছড়িয়ে পড়তে না পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।