সীতাকুণ্ডে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও সভা অনুষ্ঠিত
মোহরম আলী সুজন,সীতাকুণ্ড প্রতিনিধি( চট্টগ্রাম):"পুলিশই জনতা, জনতাই পুলিশ"স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় শনিবার (২৮ অক্টোবর) সীতাকুণ্ড মডেল থানার উদ্যেগে সকাল ১০ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যালী বের হয়। উক্ত র্যালীতে বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত মানুষ অংশ নেন। র্যালীটি উপজেলার এলকে সিদ্দিকী স্কায়ার থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাছ বাজার পদক্ষিণ করে আবার এলকে সিদ্দিকী স্কোয়ারে এসে শেষ হয়। র্যালী শেষে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান এর সভাপতিত্বে এবং ওসি তদন্ত মোজাম্মেল হকের পরিচালনায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউর রহমান, সীতাকুণ্ড কমিউনিটি পুলিশের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম,পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী, সীতাকুণ্ড ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি রেহান উদ্দিন রেহান, ওসি অপারেশন আব্দুল হালিম,সেকেন্ড অফিসার মোঃ আনোয়ার হোসেন। এছাড়া উপজেলার সকল ইউপি চেয়ারম্যান অনুষ্টানে উপস্হিত ছিলেন। সুধী সমাবেশে বক্তরা বলেন, কমিউনিটি পুলিশের সেবা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে হবে। কমিউনিটি পুলিশের কাজ শুধু আইন শৃংঙ্খলা দেখা নয়, বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও অংশ নিতে হবে।