যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় এক নাগরিকের মৃত্যু"
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :শোর কেন্দ্রীয় কারাগারের ভারতীয় এক নাগরিক ডমিরাম (৫০) নামে হাজতীর মৃত্যু হয়েছে।
বুধবার দিবগত রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত ডমিরামের বাবার নাম শান্তরাম।
যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার (ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী) বলেন, গত ১৬ অক্টোবর যশোর কোতয়ালী থানা পুলিশ ডমিরাম নামে একজন ভারতীয় নাগরিককে আটক করে জেল হাজতে পাঠায়। তার বাবার নাম শান্ত রাম তার আর কোন ঠিকানা জানাযায়নি। সে ভাল ভাবে কথা বলতে পারে না। জেল হাজতে থাকা অবস্থায় বুধবার দিবাগত রাতে ডমিরামে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করে। ফলে ওই রাতেরই তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মৃত ঘোষনা করে।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে হাজতী আসামি ডমিরামের হৃদ রোগে মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় একটি ইসিজি করা কাগজ পাওয়া গেছে।