মেহেরপুরে এক জনের ১৪ বছরের কারাদন্ড
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় তাপস কুমার নামের এক ব্যাক্তির ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদলতের বিচারক মোহাঃ গাজী রহমান এ আদেশ দেন। দন্ডিত লালন তাপস কুমার শহরের বোষপাড়া আসিফ কুমারের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৩ অক্টোবর বেড়পাড়া থেকে নাসরিন নামের এক মেয়েকে অপহরণ করেন। এই ঘটনায় তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাপস কুমারসহ ৭ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলার বাকি আসামীরা খালাস পান। মামলায় তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতের বিচারক সাক্ষীদের সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে আদেশ দেন। মামলায় রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্রাচার্য এবং আসামি পক্ষে গোলাম মোস্তফা আইনজীবীর দায়িত্ব পালন করেন।