আপিল নিষ্পত্তি না পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাজা স্থগিত চেয়ে যদি আপিল করেন এবং তা উচ্চ আদালতে যদি তা মঞ্জুর হয় তবে আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আইনজ্ঞরা।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত।
সংবিধানে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত কারণে কোনো ব্যাক্তির দুই বছরের বেশি সাজা হলে তিনি কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে নিম্ন আদালতের দেয়া যেকোনো রায় আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সেটি কার্যকর হয় না বলে অভিমত আইনজ্ঞদের।
যেহেতু খালেদা জিয়ার সাজা হয়েছে তাই সাজা স্থগিতের জন্য তিনি এখন হাইকোর্টে আপিল করতে পারবেন আর হাইকোর্ট সেটি গ্রহণ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকবে না জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি জয়নুল আবেদীন।